জেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ গ্রহণ করেছে। শুক্রবার রাত আটটায় লাইব্্েররির শফীউদ্দিন সরদার মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইব্রেররি সহ সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহমামদ রফিক বাবন প্রমুখ।
১২৪ বছরের প্রাচীন ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন গত ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক পদাধিকার বলে লাইব্রেরির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর