মেহেরুল ইসলাম মোহন, লালপুর.....................................
নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়ন পরিষদে মেম্বার পদে উপনির্বাচন হবে আগামী(২রা নভেম্বর-২০২২) ভোট গ্রহন হবে ইভিএম পদ্ধতিতে।
সূত্রে জানা গেছে,আগামী ২রা নভেম্বর-২০২২ তারিখে আসন্ন ওই উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন বিভাগের রিটার্নিং অফিসারের কার্যালয়। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রকিব জানান,উপজেলার চংধুপইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সিদ্দিকুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য হয়।
তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ অক্টোবর এবং প্রার্থীতা প্রত্যাহরের শেষ সময় ১৭ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ইভিএম মেশিনে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর