প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ১২:৪৯ পি.এম
নাটোরের সিংড়ায় বাস চাপায় ভ্যানচালক নিহত আহত ৪

# কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া বাসচাপায় ভ্যানচালক একজন নিহত এবং চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ৬ডিসেম্বর (শুক্রবার) বিকেল চারটায় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া বালুভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নাটোর থেকে বগুড়াগামী রোদেলা পরিবহন নামে একটি বাসে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক রাসেদ(৬৫) নিহত হন এবং ৪জন যাত্রী গুরুতর আহত হন নিহত রাসেদ (৬৫) উপজেলার নিঙ্গইন গ্রামের মৃত আব্বাসের ছেলে এবং আহতরা হলেন নিঙ্গইন নতুনপাড়া গ্রামের সিরাজ সরকার(৬৫) নিঙ্গইন আদর্শ গ্রামের আব্দুর রাজ্জাক(৩৫)ও একই এলাকার আন্জুমান আরা এবং বড় খোলাবাড়ীয়া গ্রামের ফটিক হোসেন নিহত হয়।
ভ্যানচালকের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। আহতদের সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর