মেহেরুল ইসলাম মোহন, লালপুর.............................................................
নাটোরের লালপুর থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ইমো হ্যাকিং/ডিজিটাল ডাকাত চক্রের ৭ সদস্যকে বৃহস্পতি দিবাগত রাতে লালপুর উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, একটি ডিভিআর ডিভাইস, দুই বোতল ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামের মৃত শামসের মন্ডলের ছেলে বেলাল মন্ডল(২৯),নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে মেহেদী হাসান(২৪),খাঁ পাড়া গ্রামের মঞ্জুর রহমানের ছেলে মোহন সরকার (১৯),ইয়াসিন আলীর ছেলে রবি(২২), মনিহারপুর গ্রামের মাজদার রহমানের ছেলে শিমুল আলী(১৯), ভাঙ্গাপাড়া গ্রামের নূর আলম সরকারের ছেলে শাহ পরান সরকার (১৯)ও নাগসোসা গ্রামের রিফাজ মন্ডলের ছেলে রুবেল মন্ডল(৩২)।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর র্যাব আজ শুক্রবার (২৫শে নভেম্বর -২২)একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির ইমো আইডি হ্যাক করে ১ লাখ ২০ হাজার ৮৬০ টাকা হাতিয়ে নেয় হ্যাকিং চক্রের সদস্যরা। মনিরুল বিষয়টি র্যাবকে জানান। পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুরের বিলমাড়িয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে ইমো হ্যাকার/ডিজিটাল ডাকাত চক্রের ৭ জনকে আটক করা হয়।
র্যাব আরো জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করে।পরে তাদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২০/ ২৪/ ৩৪/ ৩৫ ধারায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর