প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২২, ৪:৫৮ পি.এম
নাটোরের লালপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ঝুলফু,সাধারণ সম্পাদক লুলু

মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর..........................
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭শে জুলাই) সকালে লালপুর ডিগ্রি কলেজ মাঠে লালপুর উপজেলার আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উক্ত সন্মেলন অনুষ্ঠানে আফতাব হোসেন ঝুলফু কে সভাপতি ও রোকনুল ইসলাম লুলু কে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এর আগে উক্তো ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
কেন্দ্রীয় নেতাদের সিন্ধান্ত মোতাবেক বীর মুক্তযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, শরিফুল ইসলাম রমজান, জুনাইদ আহমেদ পলক, বীর মুক্তযোদ্ধা এ্যাড. আবুল কালাম ও শহিদুল ইসলাম বকুল এই পাঁচ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটি বিভিন্ন পদের প্রার্থীর মধ্যে থেকে চুড়ান্ত ভাবে আফতাব হোসেন ঝুলফুকে পুনরায় সভাপতি ও রোকনুল ইসলাম লুলুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে,লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপত্বিতে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন ,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকিয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা এ্যাড. আবুল কালাম, বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ’র সভাপতি রত্না আহমেদ প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর