প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২২, ১১:০৪ এ.এম
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া রসুলপুর আশ্রয়ন প্রকল্পের জমি দখল করে কাঁটা তারের বেড়া

মেহেরুল ইসলাম মোহন লালপুর ...................
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ঘরহীন সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর নামক গুচ্ছ গ্রামে ২৪০টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করে দেন।ঘরহীন সেই সুবিধা বঞ্চিতদের বসবাসের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরি করলেও সেখানকার কিছু প্রভাবশালীরা আশ্রয়ন প্রকল্পের নির্ধারিত জমির মাটি উঁচু করে দিয়ে কাঁটা তারের বেড়া দিয়ে উক্ত জমি দখল করে রেখেছে । এতে আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত বাসিন্দাদের চলাচল ও বসবাসের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা সংবাদ কর্মীদের বলেন,আশ্রয়ন প্রকল্পের কাজ চলাকালীন সময়ে গুচ্ছ গ্রামের জন্য একটি রাস্তা নির্ধারণ করা হয়েছিলো,ঘর দেওয়ার সময় সে রাস্তা দিয়ে তাদের চলাচল করতে বলা হয়েছিলো,কিন্তু কিছু প্রভাবশালীরা সে রাস্তা দখল করে তারের বেড়া দিয়ে ফসল চাষ করে দখল করে রেখেছে। এভাবে ধীরে ধীরে দখলদারদের কবলে আটকে যাচ্ছে সরকার কর্তৃক ঘরহীন সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষকে দেওয়া গুচ্ছ গ্রামের জমি।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শামীমা সুলতানা বলেন,আমি এই প্রথম শুনলাম রাসুলপুর আশ্রয়ন প্রকল্পের জমি কে বা কাহারা দখল করে রেখেছে। খাস জমিতে বেড়া দেওয়ার সুযোগ নেই,কাগজ পত্র দেখে রেকর্ডের সাথে মিল করিয়ে সার্ভেয়ার দিয়ে মেপে দেখতে হবে। বিষয়টির সত্যতা পাওয়া গেলে প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর