মেহেরুল ইসলাম মোহন লালপুর- নাটোর................................................
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা সহ মামুন অর রশিদ (৩০) নামের এক যুবক কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
আটককৃত মামুন একই এলাকার গাজীউর রহমানের ছেলে বলে জানা গেছে। সূত্রে জানা যায়,গোপন সূত্রের ভিত্তিতে লালপুর থানার একটি আভিযানিক দল নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার তারিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় সোমবার ১৮ই সেপ্টেম্বর-২৩) রাত সাড়ে ৩ টার দিকে লালপুর থানাধীন মনিহারপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পর গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালপুর থানায় মামলা রুজু হয়। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)উজ্জ্বল হোসেন জানায়,আসামীকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর