মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর .....................................
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা দিচ্ছেন অ্যাম্বুলেন্স চালক আমজাদ হোসেন।নিজের কানে স্টেথোস্কোপ এবং রোগীর বাহুতে ব্লাডপ্রেশার মাপার যন্ত্র লাগিয়ে দিয়ে রোগীর প্রেশার মাপছেন তিনি।এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকার সচেতন মহলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
সূত্রে জানা গেছে, আমজাদের বাড়ি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায়। হাসপাতাল এলাকার স্থানীয় হওয়ায় হাসপাতাল জুড়ে ব্যাপক প্রভাব রয়েছে আমজাদের। তিনি অ্যাম্বুলেন্স চালানোর পাশাপাশি সক্রিয় দালাল চক্রের একজন সদস্য। কোন রোগী আসলেই তিনি আগ বাড়িয়ে তাদের সঙ্গে পরিচিত হয়ে বেসরকারি ক্লিনিকে রোগী ভাগিয়ে নিয়ে যান। আবার হাসপাতালের স্টাফদের সাথে ভালো সম্পর্ক থাকায় রোগীর সমস্যা সমাধান করিয়ে স্বজনদের থেকে টাকা আদায় করেন। সব কিছু জেনেও অদৃশ্য কারণে এসব দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কতৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাম্বুলেন্স ডাইভার আমজাদ বলেন,মঙ্গলবার(৪ঠা অক্টোবর-২২) রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের পাশের গ্রাম মোমিনপুর এলাকায় মারামারিতে আহত এক রোগী আসে। ওই সময়ে রোগীর চাপ থাকায় হাসপাতালের স্টাফ ইয়াসমিন আপা আমাকে একটা রোগীর প্রেসার মাপতে বলেছিলেন তাই তিনি ওই রোগীর প্রেসার মেপেছেন শুধু। সে সময় কেউ একজন জানালা দিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়েছে। আমজাদ সঠিক ভাবে প্রেশার মাপতে পারে না বলে জানিয়ে হাসপাতালের আর এম ও ডাঃ সুরুজ্জামান শামীম বলেন, আমজাদ বেসরকারী অ্যাম্বুলেন্স চালায় এবং হাসপাতাল চত্বরে রোগীর দালালি করে। তাই মাঝে মাঝে নিজ স্বার্থেই কোনো রোগী আসলে তিনি আগ বাড়িয়ে তাদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সমস্যা সমাধান করিয়ে রোগীর স্বজনদের থেকে কিছু আর্থিক সুবিধা নিতে চায়।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শাহাবুদ্দিন বলেন, বাইরের কোনো লোক কোন ক্রমেই জরুরি বিভাগে কাজ করতে পারে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নাটোর সিভিল সার্জন ডাঃ রোজি আরা বলেন, বিষয়টি আমি শুনেছি। পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর