# মেহেরুল ইসলাম মোহন লালপুর ...........................
লালপুর পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী ৪ বছরে (২০২২-২০২৫)১ কোটি খেজুর গাছের চারা/বীজ রোপণ কর্মসূচির আওতায় নাটোর জেলায় ২ হাজার চারা রোপনের অংশ হিসেবে শনিবার(১০ সেপ্টেম্বর) সকালে নাটোরের লালপুরের আঞ্চলিক মহাসড়কের দু’পাশে ২শত খেঁজুর গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সভাপতিত্বে সড়ক নির্মাতা প্রতিষ্ঠান রিজভী কনস্ট্রাকশনের মাধবপুর ক্যাম্প চত্বরে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম,পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমিরন রায়।
এছাড়াও রাজশাহী অপারেশন ডিভিশনের(পশ্চিমাঞ্চল)নির্বাহী বৃক্ষপালনবিদ বিপ্লব কুন্ডু, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,সহকারী কমিশনার (ভূমি)দেবাশীষ বসাক সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর