# মেহেরুল ইসলাম মোহন লালপুর..............................
নাটোরের লালপুরে মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে গুড় তৈরি ও পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে এক লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১১ সেপ্টেম্বর-২০২২)দুপুরে লালপুর উপজেলার রামানন্দপুর ও লালপুর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।
জরিমানা কালে শামসুল আলম সংবাদকর্মীদের জানান,মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে গুড় তৈরি করায় লালপুর উপজেলার ১নং লালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামানন্দপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে হাসান আলীকে ১ লক্ষ টাকা ও লালপুর বাজারে খাদ্য পণ্যে মোড়ক ব্যবহার না করায় হাজেরা ফার্মেসী ৪ হাজার ৫০০ এবং সামির ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর