# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর..............................................
নাটোরের লালপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদ ও ২৪ বোতল ফেনডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার(১৭ইফেব্রুয়ারী-২৩)গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর উপজেলার মাঝগ্রাম (কানুমোড়)এলাকার আশেম মালিথার ছেলে রানা মালিথা(২৬),দূর্গপুর গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে শ্যামল কুমার (৩৭), পাবনার ঈশ্বরদীর চর রূপপুর গ্রামের মৃত আমজাদের ছেলে রাসেল করিম (৪৫), চর শাহাপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে রকিব রায়হান রকি (২৩) ও আব্দুল লতিফ সরদারের ছেলে মানিক হোসেন (২৭)।
সিপিসি-২,নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সংবাদকর্মীদের বলেন, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার(১৬ই ফেব্রুয়ারী)দিবাগত রাতে লালপুর উপজেলার মাঝগ্রাম(কানুমোড়)ও দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদসহ রানা মালিথা (২৬) ও শ্যামল কুমার (৩৭)কে গ্রেপ্তার করেন র্যাব।
অপর অভিযানে উপজেলার কালুপাড়া গ্রামে চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিল,৩টি মোবাইল সীমকার্ডসহ, ১টি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ২৮ হাজার টাকাসহ রাসেল করিম (৪৫),রকিব রায়হান রকি (২৩) ও মানিক হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর