মেহেরুল ইসলাম মোহন(লালপুর)নাটোর..............................................
নাটোরের লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগে স্বামী বাবু (৩০)কে আটক করেছে লালপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৩) সকালে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে উপজেলার দুয়ারিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে ফল ব্যবসায়ী বাবু(৩০)এর সাথে উপজেলার ইসলামপুর গ্রামের সাইদুল ইসলামের মেয়ে জান্নাতুল বৃষ্টি (২৫)এর বিয়ে হয়। ব্যবসার সুবিধার্থে তারা স্বামী-স্ত্রী মিলে ওলিয়া বাজারস্থ জনৈক আব্দুস সামাদ হাজির বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারপিট করে বাবু দোকানে চলে যান। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাবুর শ্যালিকা অন্তরা মোবাইলের মাধ্যমে বাবুকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেন। বাসায় পৌঁছে বন্ধ দরজা ভেঙ্গে দেখেন তার স্ত্রী জান্নাতুল বৃষ্টি (২৫) তার শয়ন ঘরে ফ্যানের স্বার্থে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তখন তিনি তাড়াহুড়া করে নামিয়ে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যু সন্দেহজনক হওয়ায় বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় লালপুর থানা পুলিশ। এ সময় নিহত বৃষ্টির বাবা সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, তিন বছর আগে বৃষ্টির বিয়ে হলেও বাবুর অন্যত্র পরকীয়া সম্পর্ক থাকায় বৃষ্টিকে মেনে নিতে পারেনি। তাঁর মেয়ে আত্মহত্যা করতেই পারে না। তাকে হত্যা করে নিজ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে নাটক করেছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এদিকে বাবুর পরিবারের পক্ষ থেকে জানা যায়, বৃষ্টি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামিলা খাতুন বলেন, নিহতের কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, হত্যা বা আত্মহত্যা যাই হোক ময়নাতদন্তের রিপোর্টে তা নিশ্চিত হবে। তবে ন্যায্য বিচার পাওয়ার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর