মেহেরুল ইসলাম মোহন, লালপুর. নাটোর.............................................
লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ইমো হ্যাক প্রতারণা চক্রের সদস্য পিয়াস খান(২১)কে গ্রেফতার করেছে র্যাব। আটককৃত পিয়াস উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড গন্ডবিল গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার(১৩ অক্টোবর-২২)দিবাগতরাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব ০৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন প্রেসব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান চালায় র্যাব।অভিযান চলাকালে ঐ এলাকা হতে ইমো হ্যাক চক্রের সদস্য পিয়াস কে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ও ২ টি সিমকার্ড জব্দ করা হয়। র্যাব আরও জানায়,পিয়াস দীর্ঘদিন যাবত মোবাইল ফোনে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফ্টওয়্যারে অবৈধ প্রবেশপূর্বক মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপনপূর্বক বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাঁর বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপদ আইন ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর