# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর..........................................
নাটোরের লালপুরে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির আয়োজনে আখচাষী ও ওয়ার্কার্স পার্টির নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২২শে জুন ২০২২) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ কমরেড নেতা আব্দুস সালামের করব জিয়ারত শেষে উপজেলার গোপালপুরে অবস্থানরত নর্থ বেঙ্গল সুগার মিলস্ গেট চত্বরে তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও লালপুর উপজেলা যুবমৈত্রীর সভাপতি আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক বাবু সুকুমার সরকার, সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, আখচাষী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন,নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট আব্দুল রব, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
উল্লেখ্য যে,১৯৯২ সালের ২২জুন সকাল ১০টায় নর্থ বেঙ্গল সুগার মিলের ২নং গেটের সামনে তৎকালীন স্থানীয় জনপ্রিয় আখচাষী ও কমরেড নেতা আব্দুস সালামকে সন্ত্রাসীরা গুলি করে নির্মম ভাবে হত্যা করেছিল।#
সান/১৪
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর