লালপুর, নাটোর প্রতিনিধি............................
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে কামরুল ইসলাম রানা(৪২)নামের এক যুবককের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার(৩রা অক্টোবর-২২)বিকালে লালপুর উপজেলার তিলকপুর পদ্মার চরে জুয়ার আসরে অজ্ঞাত ব্যক্তির উপস্থিতি টের পেয়ে পুলিশ সন্দেহে অনন্ত ১৫/২০ জন পালিয়ে যায়। এ সময় দ্রুত পালাতে পদ্মানদীতেও ঝাঁপ দেয় কয়েকজন।পরে সবাই নদী সাঁতরে পার হলেও কামরুল ইসলাম এ সময় নিখোঁজ হয়। পরে নিখোঁজের একদিন পর মঙ্গলবার(৪ঠা অক্টোবর) দুপুরে নবীন নগর এলাকায় পদ্মা নদীতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে রিজভী কনস্ট্রাকশন ইয়ার্ডের উপরে নিয়ে এসে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত ঐ যুবক পাশ্ববর্তী উপজেলা ঈশ্বরদীর গোকুলনগর গ্রামের আব্দুল আজিজ রান্টুর ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল এ বিষয়ে কোন অভিযানে যায়নি লালপুর থানার পুলিশ। কারা গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর