# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………………
নাটোরের লালপুর উপজেলার অমৃতপাড়া বাজারে গুড়ি গুড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫শে আগস্ট-২৩)সন্ধ্যায় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়েনের অমৃত পড়া,রহিমপুর ও বিশ্বম্ভপুরের আওয়ামী আম-জনতার আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসনের সভাপতিত্বে ও সুজন আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার (অবঃ)।
এ সময় লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা সহ স্থানীয় আওয়ামী আম-জনতা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।#