মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর...................................................
নাটোরের নলডাঙ্গার হালতিবিলে নৌকা ভ্রমনে বেড়ানোর সময় ১৭ যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় নৌকার ১৫ যাত্রী তীরে উঠতে পারলেও পানিতে তলীয়ে গিয়ে সাদমান আব্দুল্লাহ ও আব্দুর রহমান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর হালতিবিলের খোলাবারিয়া গ্রাম এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের আড়বাব গ্রামের আরিফুল ইসলামের দুই ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান, নৌকা রিজার্ভ ভাড়া করে ১৭ জন নারী-পুরুষ ও শিশু হালতি বিলে ভ্রমন করছিল তারা। ভ্রমনের শেষ সময়ে ফিরে আসার পথে হালতি বিলের মধ্যে বিদ্যুতের খুঁটির টানা দেওয়া তারের সঙ্গে নৌকার ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্য নৌকার যাত্রী ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা সাঁতার কেটে খোলাবাড়িয়া মাদ্রাসায় আশ্রয় নিলেও আরিফুল ইসলামের দুই শিশু সন্তান পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে খোঁজাখুজি করে শিশু দুইটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর