মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালি শেষে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া।
উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, পোলট্রি, দুগ্ধজাত পণ্য ও কৃষি–উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, “প্রাণিসম্পদ দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার মাধ্যমে নাচোলকে দুধ, ডিম ও মাংসে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। প্রদর্শনী খামারিদের হাতে কলমে অভিজ্ঞতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “নতুন উদ্যোক্তারা প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নিলে সরকারি নানা সুবিধা সহজে পাবেন। উপজেলা প্রশাসন সবসময় খামারিদের সহায়তায় প্রস্তুত।”
অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ কাওসার আলী বলেন, “গবাদিপশুর টিকা, চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ মাঠ পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিয়মিত কাজ করছি। খামারিরা এখন উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি পালনে আগ্রহী হচ্ছে। প্রদর্শনী নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, রোগ প্রতিরোধ, পুষ্টি উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও সরকারি সেবাসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিরা জানান, এ ধরনের আয়োজন তাদের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বাড়ায়। স্থানীয় খামারি মিজানুর রহমান বলেন, “নতুন প্রযুক্তি, নতুন জাত এবং খামার ব্যবস্থাপনা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। এতে উৎপাদন আরও বাড়বে বলে আশা করছি।”
দিনব্যাপী প্রদর্শনী ঘিরে উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন, তথ্য সংগ্রহ করেন এবং খামারিদের তৈরি দুগ্ধ ও খাদ্যপণ্য ক্রয় করেন। দুপুর ২টা ৩০ মিনিটে সেরা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ছিল “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইমরুল কায়েস (নাচোল মৎস্য কর্মকর্তা), সালেহ্ আকরাম (নাচোল কৃষি কর্মকর্তা), হারুন-অর-রশিদ (নাচোল বিআরডিবি কর্মকর্তা), শহিদুল ইসলাম (নাচোল হিসাবরক্ষক), আমিনুল ইসলাম(নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর