মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় রাণী ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে সভাপতি বিধান শিং এর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানি অতিথির বক্তব্য রাখেন "নাচোলের রাণী" চলচিত্রের পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে রাণী ইলা-মিত্রের জন্মশতবার্ষিকীর কেক কর্তন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলা মিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ (বটু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল হক সেন্টু।
আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর নৃত্য পরিবেশিত হয়। দুপুর ২টার দিকে ঐতিহ্য গোম্ভীরা ও নাটিকা পরিবেশিত হয়। শেষে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পাঙ্গনে স্মৃতি ফলকে মাল্যঅর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর