মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মরহুম রেজাউল করিম মাস্টার স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। বিকাল তিনটায় নাচোল রেলস্টেশন মাঠে গোপালপুর গ্রামবাসীর আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সাদিকুল ইসলাম (সাদিকের) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের( খোকন) সাধারণ সম্পাদক, নাচোল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল আলম, প্রভাষক নাচোল সরকারি কলেজ, মোঃ শাজাহান আলী, নাচোল ইউনিয়ন পরিষদ ১ নম্বর ওয়ার্ড সদস্য, মনিরুল ইসলাম প্রভাষক মহিলা ডিগ্রী কলেজ, মো:আসগার হাসান রোমিও আলোকিত সংঘের উপদেষ্টা, তানভীর আহমেদ সাকিব যুগ্ন আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। সহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী।
প্রধান অতিথি আবু তাহের খোকন বলেন, "খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।"
তিনি আরও বলেন, "সমাজে শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার জন্য তরুণ সমাজকে নৈতিক পথে পরিচালিত করা জরুরি। তরুণদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে এবং জাতির কারিগর হয়ে উঠতে সক্ষম হয়। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে। ফুটবল টুর্নামেন্টেই উৎসবমুখর পরিবেশে স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণে মাঠজুড়ে ফিরে আসে উচ্ছ্বাস।
মরহুম রেজাউল মাস্টার ফুটবল টুর্নামেন্টে বিবাহিত দল ০১-০১ গোলে নাচোল অবিবাহিত ফুটবল দল পরে ট্রাই ব্রেকার গিয়ে অবিবাহিত দলকে পরাজিত করে বিবাহিত দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রধান অতিথি আবু তাহের খোকন তাদের হাতে পুরস্কার তুলে দেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর