আঃ রহমান মানিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার,নাচোল…………………….
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মাতৃভাষা দিবসের কর্মসূচিতে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা যুব মহিলা লীগ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে, বুধবার রাত ১২টা ১মিনিটে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু।
সকাল সাড়ে ১০টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, ভাইস-চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।
আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।