মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : "মহান আল্লাহ পাকের কাছে-মহান আরশের মালিকের কাছে রোগ মুক্তি কামনায় প্রার্থনা" দোয়া ও মাহফিলের আয়োজন করেন, দৈনিক তৃতীয় মাত্রা'র চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলার প্রতিনিধিগণ। শুক্রবার (২৫শে জুলাই) বা'দ আসর কালইর বাজার ফল ফাউন্ডেশন কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক তৃতীয় মাত্রা'র জেলা প্রতিনিধি গোলাম জাকারিয়া সভাপতিত্বে ও নাচোল উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন ডন এর সঞ্চালনায় - আয়োজিত দোয়া ও মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা ১ নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, সম্মানিত অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, সোনাচন্ডী কলেজের প্রভাষক নিয়াজ উদ্দিন, দৈনিক সকালের সময় গোমস্তাপুর প্রতিনিধি সারওয়ার জাহান সুমন, বিশেষ অতিথি ছিলেন, কসবা ইউপি সদস্য রোহিদুল ইসলাম রোহিত, কালইর বাজার সভাপতি, মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান লিটন, ও আব্দুর রশিদ মাস্টার।
প্রধান অতিথি'র বক্তব্যে জাকারিয়া আল মেহেরাব বলেন "হে চিরস্থায়ী, তোমার রহমতের উপর ভরসা করে সাহায্য চাই" কারো শক্তি নেই, দুঃখ কষ্ট দূর করার ও বিপদ আপদে বাঁচাবার, এবং কারো ক্ষমতা নেই, সুখ ও সম্পদ প্রদানের, একমাত্র আল্লাহ ছাড়া " সম্পাদক মহোদয়ের জন্য সর্বস্তরের দেশবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা কামনা করছি -আল্লাহ রাব্বুল আলামীন সম্পাদক সাহেবকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। হে মহান আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল ও মঞ্জুর করুন আমিন।
এ সময় আরো বক্তব্য রাখেন, দৈনিক তৃতীয় মাত্রা, গোমস্তাপুর প্রতিনিধি মফিজ আহমেদ নাদিম, রূপসী বাংলা অনলাইন টিভি জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন ও জেলা প্রতিনিধি আব্দুল্লাহ প্রমুখ।
এছাড়াও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন- শিক্ষার্থী ও মুসল্লিগণ। বিশেষ দোয়া পরিচালনা করেন উম্মুল ক্বুরা কওমি মাদ্রাসার শিক্ষক এনামুল হক, ও কালইর শালবাড়ী জামে মসজিদের খতিব ও পেস ইমাম আব্দুল।গুরুতর অসুস্থ সম্পাদক জনাব রবিন সিদ্দিকী'কে পরিপূর্ণ সুস্থতা দানে মহান আল্লাহ তা'আলার কাছে দোয়া প্রার্থনা করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর