প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৩:০২ পি.এম
নাচোলে অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে ভস্মীভূত

আঃ রহমান মানিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে ভস্মীভূত হয়েছে।
আজ দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামের হেফাজ মন্ডলের ছেলে মাহবুব আলীর বাড়ির ছাদের উপর থাকা খড়(আউড়)'র গাদায় আগুনের সূত্রপাত ঘটে।
ভুক্তভোগী মহবুব আলী বলেন, আজ মঙ্গলবার দুপুরে অনাকাঙ্ক্ষিত ভাবে আমার বাড়ির ছাদে থাকা খড়ের পালায় আগুনের সূত্রপাত ঘটে। নাচোল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এঘটনায় নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে, তৎক্ষণাৎ দুইটি গাড়ি ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন- আমরা দ্রুত পৌঁছাতে না পারলে আরো অনেক ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল। তাই আগুন থেকে সকলকে সতর্ক ও সাবধান থাকা উচিৎ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর