সামিয়া সরকার ঃ নরসিংদীর করিমপুর ইউনিয়নের বাউশিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণাধীন একটি বেরিবাঁধ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হওয়ায় এর বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই বাঁধ যেকোনো সময় সম্পূর্ণ ভেঙে যেতে পারে, যা এলাকায় বন্যার ঝুঁকি বাড়াবে। এলাকাবাসী অবিলম্বে ঠিকাদার ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা গেছে, বাঁধ নির্মাণের কাজে অত্যন্ত নিম্নমানের বালু, মাটি ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়েছে। নির্মাণকাজ তদারকির ক্ষেত্রেও ব্যাপক গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বারবার আপত্তি জানালেও কোনো সুফল মেলেনি। বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং কিছু অংশ ইতোমধ্যেই ধসে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য জানতে গেলে কিছু অসাধু সাংবাদিকের নাম বলে কর্মকর্তারা হুমকি ধামকি দেয় এবং ঐ সংবাদিকদের সাথে যোগাযোগ করার কথা বলে । স্থানীয়রা জানিয়েছেন, এই নামধারী সাংবাদিকরা নরসিংদীর বাসিন্দা নন, বরং বিভিন্ন উপজেলা থেকে এসে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ন্ত্রণ করে । এবং বিভিন্ন সুবিধা নিচ্ছে ।
সদরের স্থানীয় সাংবাদিকরা জানান প্রকৃত ঘটনা আমরা প্রকাশ হবেই। যত বড় সাং**বাদিক হোক আমলা হোক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হোক নিউজ হবেই ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর