গোলাম রব্বানী, গোপালগঞ্জ প্রতিনিধি.........................................
নড়াগাতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) নতুন ওসি হিসেবে যোগদান করেছেন বিপ্লব কুমার নাথ। এসময় (ওসি) সুকান্ত কুমার সাহা কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
নবাগত ওসি বিপ্লব কুমার নাথ নড়াগাতি থানায় যোগদানের পূর্বে তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা থানা, শালিখা থানা, ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানা, কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানা, যশোর জেলার মনিরামপুর থানা, সাতক্ষীরা জেলার কলারোয়া থানা, আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পুলিশি সেবায় বিশেষ অবদানের জন্য ২০১৪ ও ২০১৫ সালে আইজিপি পদকে ভূষিত হন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার এক হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং সীতাকুণ্ড থানা মুক্তিযোদ্ধা কমান্ডার।
রবিবার সকালে তিনি আলমডাঙ্গা থানা থেকে নড়াগাতি থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে তিনি বলেন- জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য নড়াগাতি থানা এলাকার সম্মানিত সমগ্র নড়াগাতি বাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি বিপ্লব কুমার নাথ, আইজিপি ব্যাজ (বার)। আইন-শৃংখলা সংক্রান্ত যেকোন ইস্যুতে নড়াগাতি থানার সমগ্ৰ বাসীর সুচিন্তিত পরামর্শকে স্বাগত জানানোর পাশাপাশি চারপাশের প্রতিনিয়ত ঘটমান অপরাধ সম্পর্কে তথ্য প্রদানকে তিনি উৎসাহিত করেছেন। তথ্যদাতার নিরাপত্তা ও গোপনীয়তা শতভাগ রক্ষা করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর