প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৪:৪২ এ.এম
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার: নড়াইলে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় একজনকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। হত্যা ও আটক এর বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)মোঃ বোরহান উদ্দিন।
পুলিশের সুত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চর কান্দিপাড়া টুকু মোল্লার ইটের ভাটার দক্ষিণ পাশে রাত সাড়ে সাতটার দিকে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যান দুর্বৃত্তরা। পরবর্তীতে আহত আনিচ শেখকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত্যুর বিষয় নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত আনিচ শেখ কলাবাড়িয়া গ্রামের মোশারেফ শেখ ওরফে মোশা শেখের ছেলে ও কলাবাড়িয়া দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখের ছোট ভাই।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, কলাবাড়িয়া গ্রামে আবেদ শেখ,রিপন শেখ ও জুলফিকার শেখ এবং সোহেল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত স্থানীয় কোন্দল চলমান ছিল। এরই জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য ওসিকার শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি তবে তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর