গোলাম রব্বানী স্টাফ রিপোর্টার: নড়াইলের কালিয়ায় আনিস শেখ (৩৪) নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আনিস কলাবাড়িয়া গ্রামের মোশারফ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আবেদ শেখ গ্রুপের সঙ্গে ইউপি সদস্য সোহেল শেখের মধ্যে কোন্দল চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে সোহেল শেখের ছোট ভাই আনিস চরকান্দিপাড়া ইটভাটা থেকে ফেরার পথে প্রতিপক্ষরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে আবেদ গ্রুপের লোকজন এলাকায় গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়।
আরো জানা যায়, গত ৫ বছরে উপজেলার কলাবাড়িয়া গ্রামে কটাই শেখ, ঈমানআলী, তরিকুল, কাইয়ুম সিকদারসহ আন্তত ১৭ জনের হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হত্যার বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর