# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় আসন্ন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদ প্রার্থী এ জেড মিজান সকলের নিকট দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পোষ্টার ব্যানার লাগিয়ে ব্যবসায়িদের সাথে গণসংযোগ করে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন। তবে এ পদে আরও দ ’জনের নাম শোনা গেলেও মূল আলোচনায় রয়েছেন মিজান।
একাধিক ব্যবসায়িদের সাথে কথা বলে জানা যায়, জনসমর্থন,জনপ্রিয়তায় আলোচনার শীর্ষে আছেন মিজান। এই কমিটিতে তিনি সর্বোচ্চ ভোট পেয় টানা চার বার সাধারণ সম্পাদক নির্বাচত হয়ে দায়িত্ব পালন করেছেন । এ জেড মিজান নজিপুর দেওয়ান মার্কেটের স্মার্ট মোবাইল কমপ্লেক্স এর স্বত্বাধিকারী এবং রক্তদান মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। মুমূর্ষ রোগী দের রক্ত সংগ্রহ করে দেন বলে স্থানীয়দের কাছে রক্তের ফেরিওয়ালা নামেও ব্যাপক পরিচিত। তিনি ব্যক্তি উদ্যোগে ক্যান্সার, থ্যালাসামিয়া, রক্ত্যমুন্যতা, প্রসূতী মায়ের ডেলিভারি সহ বিভিন্ন রোগে আক্রান্ত মুমূর্ষ রোগিদের এ পর্যন্ত তিনি ৫ হাজার ৫৩৬ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছেন।
মানবিক এই মানুষটি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন। এছাড়াও তিনি নজিপুর পৌর বিএনপির একজন বলিষ্ঠ ও সক্রিয় নেতা । নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির একাধিক সদস্য ব্যবসায়িরা বলেন, মিজান কে তারা বিগত চার বছর সাধারণ সম্পাদক হিসাবে দেখছেন ব্যবসায়িদের বিপদে সবার আগে ছুঁটে আসেন তাই তিনি সভাপতি হলে ভালই হবে। বিপদে আপদে সুখে দুঃখে যাকে পাশে পাবো তাকেই আমরা ভোট দিবো।
এ জেড মিজান বলেন, এবার আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবো, বিগত সময়ে ব্যবসায়িরা আমার পাশে ছিল এখনো আছেন তাদের প্রতি আমারর আস্থা ও বিশ্বাস আছে। সাধারণ সম্পাদকের দায়িতকালে দোকান চুরি প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠানের এরিয়া গুলোতে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, নৈশ্যপ্রহরীদের নিয়মিত তদারকি, প্রশাসনের নজরদারি, বৎসরিক বনভোজন বিভিন্ন বিষয়ে কাজ করেছি, অস্বচ্ছল ও অসুস্থ ব্যবসায়িদের সহযোগীতা করেছি। বণিক কমিটির নিজস্ব কার্যালয় নির্মাণ করান গয়েছে। বিগত সময়ে যেভাবে ব্যবসায়িদের পাশে ছিলাম সভাপতি নির্বাচত হলে আরও বেশি উন্নয়নের চেষ্টা কররো। ব্যবসায়ি ভাইয়েরা আমার সাথে থাকলে বিজয়ী হবো ইনশাআল্লাহ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর