নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
নজরুলের বিদ্রোহী কবিতা পাঠ করে উজ্জীবিত করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীতে তিনি কবির প্রতি স্মৃতিচারণ করে বলেন, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা,আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা! আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর।আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর। বল বীর,আমি চির উন্নত শির।
রোববার (২৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি পাঠ করেছেন তিনি।
দু হাজার চব্বিশের গণঅভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর