মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে বিএনপির নির্বাচনী কর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ নভেম্বর ২০২৫বিকেল ৪টায় বান্দাইখাড়া বাজার মসজিদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃরেজাউল ইসলাম রেজু।তিনি বলেন, “এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ এছাহাক আলী সভাপতি রাণীনগর উপজেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলহাজ মোঃ আব্দুল জলিল (চকলেট)সিনয়র সহ সভাপতি সাবেক আহবায়ক আত্রাই উপজেলা বিএনপি,মোঃআব্দুল মান্নান সরদার যুগ্ম সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি,মোঃআবুবকর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম আহবায়ক আত্রাই উপজেলা বিএনপি,মোঃকামরুল হাসান (সাগর) সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি, সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আকরাম হোসাইন সভাপতি হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি।
সন্ঞ্চলনায় মোঃ লুৎফর রহমান সাধারণ সম্পাদক হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি,মোঃ মহাসিন আলী (বাদল) সাংগঠনিক সম্পাদক হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি। এছাড়াও সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর