# মোঃ রাসাদুদ জামান নওগাঁ, প্রতিনিধি : নওগাঁপুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ২০-১২-২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার সময় বদলগাছির ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত দু’জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে । পরে নওগাঁ (ডিবি) আসামি আব্দুল্লাহ (২৪) পিতা মৃত ওয়াহেদ আলী সাং কদমতলা বারোপুতা থানা শার্শা জেলা যশোর এর হাতে থাকা লাগেজ তল্লাশি করে ০৮ কেজি গাজা উদ্ধার করা হয়।
এ সময় আব্দুল্লাহর সহায়তা কারী আসামি জলিল মন্ডল (৫০) পিতা মৃত আব্বাস মন্ডল সাং লক্ষিকুল থানা বদলগাছি জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়।
আসামি আবুল্লাহ কে জিজ্ঞাসাবাদে জানায় যে পলাতক আসামি ছগির (৪৬) পিতা মৃত ছলেমান ফকির সাং পশ্চিম মিঠাখালী থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর এর সহায়তায় গাজা নিয়ে আসে ২্ওেএবং বদলগাছি থানা এলাকায় বিক্রয়ের জন্য ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের নিকট অবস্থান করছিল।
এ বিষয়ে ৩ জনকে আসামি করে বদলগাছি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা জন্য জরুরী নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা মাদকের বিষয়ে কোন ছাড় নয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর