মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম আজ ২৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার ধামইরহাট থানা ও বদলগাছি থানা আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ। থানা পরিদর্শনকালে পুলিশ সুপার সাফিউল সারোয়ার থানায় আগত সেবা প্রত্যাশীদের প্রতি সদাচরণ বজায় রেখে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, “মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স যেকোনো ধরনের সেবায় দ্রুততম সময়ে প্রতিক্রিয়া নিশ্চিত করতে হবে।” তিনি তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি, সক্রিয় ও কার্যকর পেট্রোলিং এবং মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন, “প্রত্যেকটি থানা জনগণের ভরসার প্রতীক হবে এটাই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা অর্জনের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি থানায় উপস্থিত সেবা প্রত্যাশী নাগরিকদের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার ধামইরহাট থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় থানার সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।#