আত্রাই প্রতিনিধিঃ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম,ও জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচিত হয়েছেন একই থানা পুলিশের তদন্ত ওসি লুৎফর রহমান। সোমবার (১৩ মে) নওগাঁ জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা মিটিংয়ে বিগত মাসের সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ তদন্ত ওসি হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয় তাদেরকে।
ওসি জহুরুল ইসলাম ও তদন্ত ওসি লুৎফর রহমান আত্রাই থানায় যোগদানের পর কৃতিত্বের সাথে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত মালামাল উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, ও তদন্ত ওসি লুৎফর রহমান বলেন, বিগত মাসে মাদক উদ্ধার, বিভিন্ন সিআর ওয়ারেন্ট তামিলের জন্য সার্বিক কার্যক্রম মূল্যায়নে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ রাশিদুল হক বিপিএম আমাদেরকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও তদন্ত ওসি হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।
আমরাদের আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা। মানুষের জন্য সব সময় কাজ করে যাব। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ গাজিউর রহমান পিপিএম, প্রশাসন ও অর্থ নওগাঁ। (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নওগাঁসহ জেলা পুলিশের বিভিন্ন দফতরের অফিসার বৃন্দু।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর