মোঃ পরাগ হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধ নওগাঁ : নওগাঁ বাসস্ট্যান্ড থেকে মহাদেবপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসে তেরমাইল মোড়ে নামতে হবে। সেখান থেকে অটো বা ভ্যানে চেপে দুপাশে সবুজের মাঝ দিয়ে চলে যাওয়া পিচঢালা পথে ফুরফুরে বাতাস খেতে খেতে পৌঁছে যাবেন আলীপুর। মূল রাস্তায় নেমে হাতের ডানে ইটগাঁথা রাস্তা পেরিয়ে ডান পাশে পুকুর রেখে এগিয়ে গেলেই সেই মাটির ঘর।
১০৮ ঘরের দোতলা বাড়িটি দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন মানুষ। শীতের দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা থাকে বলে অনেকে মাটির বাড়িটির নাম দিয়েছেন গরিবের এসি ঘর। বিশাল এই বাড়িতে ছোট-বড় মিলে প্রায় ৪০ জন থাকেন। পুরো বাড়ি কিন্তু একবারে গড়ে ওঠেনি। প্রায় ১০০ বছর আগে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল বাড়িটির মূল অংশ।

১৯৮৬ সালে এই বাড়িরই দুই আখন্দ ভাই সমশের আলী ও তাহের আলী এবং তাঁদের একমাত্র বোন মাজেদা মণ্ডল পরবর্তী প্রজন্মের কথা ভেবে বাড়িটি পরিবর্ধনের কাজে হাত দেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর