মোঃ ফিরোজ আহম্মেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নওগাঁর রাণীনগর রেলগেট পেট্রলপাম্পের সামনে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া ভ্যানচালকের ধাক্কায় ঝরে গেছে একটি ফুলের মত নিষ্পাপ শিশুর প্রাণ।
স্থানীয়রা জানায়, হঠাৎ করেই দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়,এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান সাধারণ জণগণ বেপরোয়া ভ্যান চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শিশুটির পরিবার গভীর শোকে মুহ্যমান,স্থানীয়রা প্রশাসনের কাছে বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
ঘটনার পরপরই রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। আল্লাহ এই শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং শিশুটির বাবা-মাকে উত্তম প্রতিদান দিন—এমন প্রার্থনা জানিয়েছেন স্থানীয়রা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর