1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ের পুষ্টিগুন মাছের শুকটি রপ্তানি হচ্ছে দেশ-বিদেশে নাচোল বরেন্দ্র অঞ্চলে  দিন দিন হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও রস   বাড়তি দামের কারণে ব্যয় বাড়ছে নিত্যপণ্যর ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………………..

নওগাঁর মান্দায় ডিপড্রেজার মেশিনের সাহায্যে ইজারাবহিভূত এলাকা আঁয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। আত্রাই নদের উজান অংশের এ পয়েন্ট থেকে ইজারাদার মোয়াজ্জেম হোসেন অবৈধভাবে বালু উত্তোলন করে গত চার মাসে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, আঁয়াপুর এলাকায় আত্রাই নদের বামতীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়ায় ২০১৯ সালে জেলা বালুমহাল ইজারা কমিটি ও নওগাঁ পানি উন্নয়ন বোর্ডর যৌথ সভায় বালুমহাল ইজারার তালিকা থেকে আঁয়াপুর মৌজা বাদ দেওয়া হয়। এ কারণে এবারেও ইজারার তালিকায় আঁয়াপুর মৌজা অন্তর্ভূক্ত করা হয়নি। এর পরও ইজারাদার মোয়াজ্জেম হোসেন প্রভাব খাটিয়ে ডিপড্রেজার মেশিন দিয়ে গত চার মাস ধরে ঝুঁকিপূর্ণ ওই পয়েন্ট থেকে বালু উত্তোলন করছেন।

এ অবস্থায় ইজারা বহির্ভূত আঁয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নওগাঁ জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার দোসতি গ্রামের বাসিন্দা ময়নুল ইসলাম বলেন, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে আত্রাই নদের উভয় তীরের গাছপালা, বসতবাড়িসহ পাঠাকাটা বাজার। নদের গর্ভে বিলিন হওয়ার শঙ্কা রয়েছে উভয় তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ। ঝুঁকির মুখে রয়েছে পাঠাকাটা খেয়াঘাট। এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসকসহ একাধিক দপ্তরে অভিযোগ দেওয়া হলেও বালু উত্তোলন বন্ধ করা হয়নি। নেওয়া হয়নি ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা।

অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে ইজারাদার মোয়াজ্জেম হোসেন বলেন, আয়কর, ভ্যাটসহ আত্রাই নদের উজান অংশের বালুমহাল ১ কোটি ৯৩ লাখ টাকায় বাংলা ১৪৩০ সনের জন্য ইজারা নিয়েছি। এর পর পহেলা বৈশাখ থেকে বালু উত্তোলন করছি। দরপত্রের তালিকায় আঁয়াপুর মৌজা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দরপত্রের তালিকায় আঁয়াপুর মৌজা নেই। আমি মহাদেবপুরের পাঠাকাটা মৌজা থেকে বালু তুলছি।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, মাপ-জোক করে দেখা গেছে ইজারাদার মোয়াজ্জেম হোসেন আঁয়াপুর মৌজা থেকে বালু উত্তোলন করছেন। মৌজাটি ইজারার তালিকাভূক্ত নয়। বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট