আল আমিন স্বাধীন, মান্দা( নওগাঁ) প্রতিনিধি................................................
নওগাঁর মান্দায় চাঁদা দাবি সম্পর্কিত একটি মামলা তুলে নিতে বাদিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। মামলা তুলে না নিলে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানী করার হুমকি দিচ্ছেন আসামিরা। এতে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতা ভুগছেন মামলার বাদি।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চাঁদা দাবি মামলার বাদি উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বড়চকচম্পক গ্রামের আব্দুল জলিল।
লিখিত বক্তব্যে আব্দুল জলিল বলেন, চকরামানন্দ গ্রামের নাজিম উদ্দিন, আব্দুল মান্নানসহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি নওগাঁ আদালতে চাঁদা দাবির মামলা করি। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দেন আদালত। পুলিশের প্রতিবেদনের পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে।
মামলার বাদি অভিযোগ করে বলেন, ‘সমন জারির পর ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ারসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়নারীর হুমকি দিচ্ছে আসামিরা। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব ঘটনায় গত ১৪ আগস্ট নওগাঁ আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা করেছি।
সংবাদ সম্মেলনে আব্দুল জলিল আরও বলেন, ‘এসব ঘটনার জের ধরে গত ২৭ আগস্ট আমার ভোগদলীয় জমিতে লাগানো দেড় শতাধিক ইউক্যালিপটাসের গাছ তুলে নষ্ট করে দেয় আসামিরা। এতে বাধা দেওয়ায় আসামিদের সঙ্গে আমাদের বাগবিতণ্ডা হয়। ঘটনায় আসামি সোলাইমান প্রামাণিকের ফার্নিচারের দোকান ভাঙ্চুর ও টাকা লুটের অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মান্দা থানায় একটি মিথা অভিযোগ করেন।
এ প্রসঙ্গে জানতে দোকানঘর ভাঙ্চুর ও টাকা লুট ঘটনার অভিযোগকারী সোলাইমান আলী প্রামাণিকের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ফার্নিচারের দোকান ভাঙ্চুর ও টাকা লুট সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর