আল আমিন স্বাধীন, মান্দা ( নওগাঁ) প্রতিনিধি..................................................
নওগাঁর মান্দায় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের বড়ছেলে সেফায়েত জামিল প্রামাণিক সৌরভকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চবিদ্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার প্রাং, সহকারী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র সাহা, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
শেষে পিবিজিএসআই প্রকল্পের আওতায় হতদরিদ্র ও মেধাবী ১৫ শিক্ষার্থীদের মাঝে অনুদানের ৭৫ হাজার টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর