আল আমিন স্বাধীন,মন্দা (নওগাঁ) প্রতিনিধি............................................
নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, খাইরুল ইসলাম, মিজানুর রহমান সোহাগ, ইব্রাহীম হোসেন টুটুল ও রফিজ উদ্দিন। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খাইরুল ইসলাম বলেন, শরীর অসুস্থ থাকায় সন্ধ্যার পরেই দোকারঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। রাত ৯টা ২০মিনিটের দিকে মোবাইলফোনে দোকানে আগুন লাগার বিষয়ে জানতে পারেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও তাঁদের দোকানের সমুদয় মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে খাইরুল ইসলামের দুটি ফ্রিজসহ ৫ লাখ টাকা, মিজানুর রহমানের ২ লাখ, ইব্রাহীম হোসেনের টুটুল ও রফিজ উদ্দিনের ৫০ হাজার টাকা করে মালামাল পুড়ে গেছে।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে চার দোকানের অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর