মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় এখানে একসঙ্গে প্রায় ৪০থেকে ৪৫জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়।সেই স্মৃতিকে ধারণ করেই বান্দাইখাড়া বাজারের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত হয় শহিদদের স্মৃতিফলক ও শহিদ মিনার।
আত্রাই নদীর ওপর নির্মিত ব্রিজের রাস্তা বধ্যভূমির পাশ ঘেঁষে যাওয়ার কারণে বধ্যভূমির মেইন গেটের সামনে দিয়েই বাজারের ভেতরের রাস্তাটি চলে গেছে।অন্যদিকে,পশ্চিম দিকের রাস্তা একই গেটের সামনে দিয়ে ব্রিজে উঠে গেছে। ফলে এখানে একটি তিন রাস্তার মোড় তৈরি হয়েছে। ব্রিজের উপর থেকে,বাজারের ভেতর থেকে এবং পশ্চিম দিক থেকে যানবাহন একসঙ্গে আসায় সবসময়ই সৃষ্টি হচ্ছে যানজট।বধ্যভূমির পাশে ইটের ঘর ও সরু রাস্তার কারণে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ ছাড়া ব্রিজের রাস্তা অত্যন্ত খাড়া হওয়ায় প্রায়ই যানবাহনের ব্রেক নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের মতে,এটি যেন এক “মৃত্যুর ফাঁদ”। প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছে। এলাকাবাসীর দাবি বান্দাইখাড়া বধ্যভূমির আশপাশের পরিবেশ উন্নত করে একটি নিরাপদ ও সুন্দর এলাকা গড়ে তোলা হোক এটাই সবার প্রত্যাশা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর