বিশেষ প্রতিনিধিঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ লুৎফর রহমান। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী রীট পিটিশন নং- 2801/2024 এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ নং- INS02-5/00368/2020/2425/8ভা, তারিখ 23-10-2025 স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি সম্পর্কে যথাযথভাবে অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, দীর্ঘদিন ধরে বদলগাছী মহিলা কলেজের নেতৃত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর মোঃ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন সভাপতির নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর