# মো মিঠু হাসান, বদলগাছী, নওগাঁ........................................................
নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদী ও হাটখোলা বাজারে অভিযান চালিয়ে,ওমর ফারুক সুতা ঘর কে পাঁচ হাজার টাকা জরিমানা এবং প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার (১৬ আগষ্ট ) বিকাল ৫ঃ৩০ মিনিট থেকে রাত ৮ঃ০০ পর্যন্ত নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ছোট যমুনা নদীর (গৌড়ান দহে) উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ছোট যমুনা নদী (গৌড়ান দহ) এবং হাটখোলা বাজারের ওমর ফারুক সুতা ঘর থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল মডেল পাইলট হাইস্কুল মাঠে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলপনা ইয়াছমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ছোট যমুনা নদী থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকেবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর