#আবু রাইহান, পোরশা(নওগাঁ) থেকে...................
নওগাঁর পোরশায় স্থানীয় ভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল করতে সব প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সরকার অনেক এগিয়েছেন। ভূমি সেবা সমূহ ডিজিটাল করা হয়েছে। এতে কেউ প্রতারিত হবে না এবং দালাল ধরতে হবে না। ভূমি অফিস থেকে যে কোন সেবা সহজেই পেয়ে যাবেন। এছাড়াও বাড়িতে বসে থেকে যে কোন ব্যক্তি এই সেবা গ্রহণ করতে পারবেন। ভূমি সেবা সপ্তাহে জনগণকে আমরা এ বার্তাই দিচ্ছি বলে তিনি জানান।
এসময় সহকারি কমিশনার (ভূুমি) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯ মে জাতীয়ভাবে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে এবং তা চলবে ২৩ মে পর্যন্ত।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর