পোরশা(নওগাঁ)প্রতিনিধি............................................................
নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা চত্বরে ও মুক্তিযোদ্ধা ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান গুলিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) খালিদ হাসান, ভাইস চেয়ারমান কাজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলামম, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা: তৌফিক রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথকভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের উদ্যোগে একইদিন নিতপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে মুক্তিযোদ্ধা ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপিত আনোয়ারুল ইসলাম।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্, যুবলীগ সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগণ এতে অংশ গ্রহণ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর