# নিজস্ব প্রতিনিধি, পত্নীতলা. নওগাঁ.................................
নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে সোহেল রানা নামে এক প্রতারক গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। শনিবার (১১ মার্চ) রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন হয় সোহেল রানার। পুলিশে চাকরি করেন বলে নিজেকে পরিচয় দেন সোহেল। দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে সেই মেয়েকে দেখতে তাদরে বাড়ি আসেন সোহেল রানা। এসময় তার পরনে ছিল পুলিশের পোশাক। মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। থানা পুলিশে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় ।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা প্রতারণার মামলা হয়েছে। রোববার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় আরও একজন পলাতক ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর