প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:৩৬ পি.এম
নওগাঁর নিয়ামতপুরে প্রেম গোসাই মেলায় পুনরায় অশালীন যাত্রা চালুর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সরদার আরাফাতুজ্জামান, নিয়াতপুর..
নওগাঁ নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেম গোসাই মেলায় পুনরায় অশালীন যাত্রা চালুর প্রতিবাদে আজ ৪.০২.২০২৫ তারিখে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখযে গত ২৫.০১.২০২৫ তারিখে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মেলার যাত্রাপালা বন্ধ করে দেয়া হয়। উপজেলা প্রশাসক মেহেদী হাসান জানান এক লক্ষ টাকা জরিমানা ও মোচ লেখা প্রদান সাপেক্ষে মেলার আয়োজক কমিটি এ ধরনের যাত্রা পালা বন্ধ করতে বাধ্য হয়। তবে গতকাল আবারো যাত্রার জন্য প্যান্ডেল সাজানো হয় একটি স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়েন। তার ওই প্রতিবাদে আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার নিয়ামতপুর উপজেলা গেটের সামনে তৌহিদীর জনতার ব্যানারে অশালির নাচ ও যাত্রা পালা বন্ধের জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন।
তৈরি জনতার পক্ষে উপস্থিত বক্তারা এমন নিন্দনীয় কাজের তীব্র বিরোধিতা করেন এবং প্রশাসন এর সঙ্গে জড়িত কিনা এ ব্যাপারেও তাঁরা সন্ধিহান বলে জানান।
বক্তারা বলেন "আল্লাহতালার আদেশ হলো "সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজের বিরোধিতা করা " আমরা ধর্মপ্রাণ মুসলিম দাবি করলে এমন পাপের কাজে এলাকায় হতে দেব না"। তবে সবার মনে প্রশ্ন যাত্রা বন্ধ করার পরও আবার চালু করার মত এমন দুঃসাহস আয়োজক কমিটি কিভাবে পেল? তাহলে কি প্রশাসন ম্যানেজ হয়ে গেছে?
দৈনিক সবুজনগর এ ব্যাপারে নওগাঁর ডিসি আব্দুল আউয়ালকে প্রশ্ন করলে তিনি জানান, তারা পুনরায় যাত্রাপালা চালুর ব্যাপারে জানেন না তবে জানতে পারলেন এবং প্রমাণ সাপেক্ষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর