প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২২, ২:০১ পি.এম
নওগাঁর ধামইরহাটে ২০ হাজারের অধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি............................................
নওগাঁর ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ায়েএই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, টিএলসিএ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মনসহ নার্সগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ২ হাজার ১৮৩ জন শিশু ও ১২ মাস- ৫৯ মাস বয়সি ১৮ হাজার ৯৮ জন শিশুকে উপজেলার ১৯৩ টি কেন্দ্রে খাওয়ানো হবে। আগামী ১৯ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।#
আরজা/১২
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর