ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি................................................
নওগাঁর ধামইরহাটে সরকারী ভাবে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর দুপুর ২ টায় উপজেলা খাদ্য গুদামে ২৮ টাকা কেজি ধান ও ৪২ টাকা কেজি দ্বরে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
উদ্বোধনী দিনে চাল প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম। বাজারে সরকারি দরের চেয়ে ধানের দাম বেশি হওয়ায় কৃষকরা সরকারি গুদামের চেয়ে খোলা বাজারের আড়তে বেশির ভাব ধান বিক্রয় করতে দেখা গেছে।
ধান ও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা অপূর্ব রাইহান, বিশিষ্ট ব্যবসায়ী জিতু, মো. খলিল, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মনম পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারি দরের চেয়ে বেশি বাজারে দাম পাওয়ায় ধান প্রদানে অনেক কৃষক অনিহা প্রকাশ করার সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান বলেন, চলতি মৌসুমে আমরা বরাদ্দ প্রাপ্ত ১ হাজার ১৯৪ মেট্রিক টন ধান ও ২৪৪ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করছি, আশা করছি, কৃষকরা ধান সরকারি ভাবে দেবেন ও মিলাররা চালও দেবেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর