# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি.......................
নওগাঁর ধামইরহাটে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার উপজেলার পৌর এলাকার মঙ্গলকোঠা গ্রামে ১২ শতাংশ জমির উপরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।
শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগেও তাদের নিজস্ব অর্থায়নে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, পৌর কাউন্সিলর ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মো. আমজাদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজিজার রহমান বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সাজু, জয়পুরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর