ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি....................................................
নওগাঁর ধামইরহাটে ইমাম মুয়াজ্জিন ওলামাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টায় উপজেলার ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কতৃক আয়োজিত পরিষদ হলরুমে ইমাম মুয়াজ্জিন ও ওলামা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাও মোঃ আব্দুর রহমান শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম। এ সময় তিনি বলেন, ‘জুয়া মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও অশ্লীলতা প্রতিরোধে সমাজে আলেমদের ভূমিকা অপরিহার্য।’ মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মাও জাকারিয়া সাহেব, মাওলানা ইনআমুল হক, মাওলানা আব্দুল কাহ্হার সিদ্দিক মুনিপুরী, মাও রবিউল ইসলাম, মাও গোলাম রাব্বানী, মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ আবু ছালাম ফুল্টু প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাও মোর্শেদুল আলম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর